হোগলবাড়ীয়া সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ২দিন ব্যাপী তাফসিরুল কোর আন মাহফিল অনুষ্ঠিত ।

মিলন- গত কাল শনিবার বাদ আসর গাংনীর পল্লি হোগলবাড়ীয়া দক্ষিণ পাড়া নতুন গোরস্থান ময়দানে তাফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথম দিনের প্রধান ব...


মিলন-

গত কাল শনিবার বাদ আসর গাংনীর পল্লি হোগলবাড়ীয়া দক্ষিণ পাড়া নতুন গোরস্থান ময়দানে তাফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথম দিনের প্রধান বক্তাঃ মাও ঃ মোঃ ইদ্রিস আলী চুয়াডাঙ্গা। দ্বিতীয় বক্তাঃ মাও ঃ মোঃ ফজলুল করীম মেহেরপুর।

তৃতীয় বক্তাঃ মাও ঃ মোঃ শাহ্‌জাহান আলী মেহেরপুর। প্রথম দিনে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । প্রথম দিনে মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ মোজাম্মেল হক ।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item