হোগলবাড়ীয়া সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ২দিন ব্যাপী তাফসিরুল কোর আন মাহফিল অনুষ্ঠিত ।
মিলন- গত কাল শনিবার বাদ আসর গাংনীর পল্লি হোগলবাড়ীয়া দক্ষিণ পাড়া নতুন গোরস্থান ময়দানে তাফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথম দিনের প্রধান ব...
https://gangninews.blogspot.com/2010/02/blog-post_28.html
মিলন-
গত কাল শনিবার বাদ আসর গাংনীর পল্লি হোগলবাড়ীয়া দক্ষিণ পাড়া নতুন গোরস্থান ময়দানে তাফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথম দিনের প্রধান বক্তাঃ মাও ঃ মোঃ ইদ্রিস আলী চুয়াডাঙ্গা। দ্বিতীয় বক্তাঃ মাও ঃ মোঃ ফজলুল করীম মেহেরপুর।
তৃতীয় বক্তাঃ মাও ঃ মোঃ শাহ্জাহান আলী মেহেরপুর। প্রথম দিনে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । প্রথম দিনে মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ মোজাম্মেল হক ।