গাংনীতে র্যাব-পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান...... আদম হত্যার অন্যতম আসামী আসাদুল আটক।
বামন্দী প্রতিনিধিঃ - গাংনীতে র্যাব-পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে আসাদুল(৪০) নামের এক সন্ত্রাসী আটক হয়েছে । আটক আসাদুল গাংন...
বামন্দী প্রতিনিধিঃ-গাংনীতে র্যাব-পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে আসাদুল(৪০) নামের এক সন্ত্রাসী আটক হয়েছে।আটক আসাদুল গাংনী উপজেলার বালিয়াঘাট অভয়নগর পাড়ার ইটভাটা শ্রমিক আদম হত্যা মামলার আসামী।গতকাল সোমবার দুপুরে তাকে তেঁতুল বাড়িয়াগ্রাম থেকে আটক করা হয়।
জানাগেছে,এ দিন দুপুরে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ইউনুচ আলীর ছেলে চরমপন্থি সংগঠনের সদস্য ও আদম হত্যার অন্যতম আসামী আসাদুলকে এ মামলার অন্য আসামীর তথ্য আনুযায়ী তার নিজ গ্রাম থেকে আটক করা হয়।উল্লেখ্য ১৫ জানুয়ারী দিবাগত রাতে বালিয়াঘাট ইটভাটা থেকে ফকির মহাম্মদের ছেলে আদম কে অপহরণ করে পার্শ্ববতী হাড়াভাঙ্গা গ্রামের কবর স্থানের কাছে জবাই করে হত্যা করা হয়।