আয়োজনে নবীন বরণ ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত।
আবু হোসেনঃ- মেহেরপুরের গাংনী পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে উৎসব মুখর পরি...

https://gangninews.blogspot.com/2010/02/blog-post_08.html
অনন্দমুখর দিনটি উপভোগ করতে সকাল থেকেই দ্যিালয়ের শিক্ষার্থীরা রংবেরংয়ের পোষাক পরে বিদ্যালয় প্রঙ্গনে উপস্থিত হতে থাকে।অনুষ্ঠানে সকল শ্রেণীর শিক্ণার্থীরা আলাদা আলাদা নাটিকা,গান, কৌতুক,অভিনয় পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলে।মনোঞ্জ অনুষ্ঠান শেষে বার্ষিক ভোজের আয়োঝন করা হয়।আমন্ত্রিত অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ামতুল্লাহ,আব্দুর রাজ্জাক,নূরুল ইসলাম,সিনিয়র সহকারী শিক্ণক মুবারক হোসেন,হামিদূল ইসলাম,শহিদূল ইসলাম,মাওলানা আব্দুল কাদের, ক্রীড়া শিক্ষক আশরাফুল হক প্রমূখ প্রীতিভোজে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ দিকে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরিশেষে দিনব্যাপী অনুষ্ঠানের সফলতায় আয়োজক কমিটির সম্মানিত সদস্য বৃন্দের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের (কারিগরি শাখা) সহ প্রায় ১ হাজার ২০০ জন ছেলে-মেয়ে অংশ নেয়। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিল মেধাবী ছাত্র আবীর সাফি বিন্দু।