মেহেরপুরে হিযবুত তওহিদ নেত জামিনে মুক্তি।
এম এ লিংকন- মেহেরপুর শহর থেকে আটক হিযবুত তওহিদের নেত আনিচুর মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে। উল্লেখ্য ...
https://gangninews.blogspot.com/2010/02/blog-post_18.html
এম এ লিংকন- মেহেরপুর শহর থেকে আটক হিযবুত তওহিদের নেত আনিচুর মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে। উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারী হিজবুত তও হিদের নেতা গাংনীর হাড়া ভাঙ্গা গ্রামের আনিচ কে মেহেরপুর শহরের হুদা মার্কেট থেকে বই ও কিছূ সিডি বিক্রির সময় জনতা আটক করে সদর থানায় সোর্পদ করে। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে ৫৪ ধারায় চালান দেয়। আটক আনিচুরের পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হলে আদালত তাকে জামিন দেন।