গাংনীতে এস.এস.সি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন। মোট পরীক্ষার্থী ২৮৯৭ জন

আমিরুল ইসলাম অল্ড্রাম- সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতেও ৪টি পরীক্ষা কেন্দ্রের সকল প্রসত্মতি শেষে এস এস সি , এস এস সি ভোকেশনাল ও দাখিল ...

আমিরুল ইসলাম অল্ড্রাম-সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতেও ৪টি পরীক্ষা কেন্দ্রের সকল প্রসত্মতি শেষে এস এস সি, এস এস সি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শুরু হচ্ছেইতো মধ্যেই পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রন আইনে প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোসত্মফা জামান পরীক্ষা কেন্দ্র গুলোর চারপাশের ২০০গজ ব্যাসার্ধে ১৪৪ ধারা জারি করেছেন

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে,এ বছর গাংনীতে এস এস সি, এস এস সি ভোকেশনাল ও দাখিল পরীক্ষার নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থী সংখ্যা ২হাজার ৮শত ৯৭জনএসএসসি পরীক্ষার্থী ২৩৪৮জন,এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী৩৮৯জন,দাখিল পরীক্ষার্থী ১৬০জনপ্রথম দিনের পরীক্ষায় মূল কেন্দ্র গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১০৬৪জন উপকেন্দ্র গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬৯৫জন,গাংনী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোকেশনাল শাখার ৩২২জন,দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ১৬০জনপরীক্ষা সুষ্টু,সুন্দর,এবং শতভাগ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষা কর্তৃপক্ষ সকলের সহযোহীতা কামনা করেছেন

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item