চরমপন্থি আঞ্চলিক দলের সেকেন্ড ইন কমান্ড জামরুল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

মনিটরিং- নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি আঞ্চলিক দলের সেকেন্ড ইন কমান্ড জামরুল (২৫) ও তার দুই সহযোগী হালিম (৩৪) এবং মহিরুলকে (২২) গ্রেফতার করেছে...


মনিটরিং- নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি আঞ্চলিক দলের সেকেন্ড ইন কমান্ড জামরুল (২৫) ও তার দুই সহযোগী হালিম (৩৪) এবং মহিরুলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে বামন্দী এলাকা থেকে তাদেরকে গাংনী থানা পুলিশ গ্রেফতার করেজামরুল ও তার সহযোগীরা এ উপজেলার বালিয়াঘাট গ্রামের ইটভাটা শ্রমিক আদম আলী হত্যা মামলার আসামি
গাংনী থানার ওসি সগির মিঞা জানান, আদম আলী হত্যাকারীদের ব্যবহৃত মোবাইলনম্বরের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে বামন্দী পেট্রোলপাম্প এলাকা থেকে বালিয়াঘাট গ্রামের ছলেমানের ছেলে জামরুলকে গ্রেফতার করা হয়তার স্বীকারোক্তিতে তার দুসহযোগী এ উপজেলার রামনগর গ্রামের মৃত ফকির শেখের ছেলে হালিম ও একই গ্রামের আনছার আলীর ছেলে মহিরুলকে গ্রেফতার করা হয়জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আদম আলী হত্যা ও ইটভাটায় চাঁদাবাজি এবং বোমা হামলা সম্পর্কে ব্যাপক তথ্য দিয়েছেমহিরুলের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা রয়েছেগ্রেফতারকৃতরা অপহরণ এবং মোটরসাইকেল ছিনতাইয়ের সাথেও জড়িত
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি গভীর রাতে এ উপজেলার বালিয়াঘাট গ্রামের ইটভাটা শ্রমিক আদম আলীকে পার্শ্ববর্তী মাঠে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক তথ্য উদঘাটন করেআদম আলী বালিয়াঘাটের জেদ্দা ইটভাটায় শ্রমিকের কাজ করতোএলাকার ইটভাটাগুলোতে চাঁদা উত্তোলন করত সেঘটনার দিন রাতে বাড়ির পার্শ্ববর্তী হারু মিয়ার আখের বাইন পাহারা দিচ্ছিলোতার সাথে ছিলো জামরুলরাতে আদম আলী খুন হওয়ার পরে জামরুল আত্মগোপন করেপরদিন পুলিশ হারুকে গ্রেফতার করে

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item