গাংনীর পল্লিতে গাছ চুরির ঘটনায় আটক ৫ ।গণ ধোলায় শেষে পুলিশে সোপর্দ।
আবু হোসেন-গাংনীর পল্লিতে পৃথক চুরির ঘটনায় গ্রামবাসি ৫ চোর কে আটক করে গণ ধোলায় শেয়ে পুলিশে সোপর্দ করেছে । গতবুধবার রাতে উপজেলার সাহারবাটি ও...
আবু হোসেন-গাংনীর পল্লিতে পৃথক চুরির ঘটনায় গ্রামবাসি ৫ চোর কে আটক করে গণ ধোলায় শেয়ে পুলিশে সোপর্দ করেছে।গতবুধবার রাতে উপজেলার সাহারবাটি ও বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে,বেতবাড়িয়া গ্রামে সরকারী রাসত্মার পার্শ্বের গাছ কাটার সময় করিমের ছেলে সাইফুল(২৫),রহমতের ছেলে একরামূল(৩০) ও সামছদ্দীনের জামাই আতিয়ার(২৮) নামের ৩ চোর কে আটক করা হয়। অভিযোগকারীরা বলেন এ গাছ কাটা চক্র দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে গাছ কাটা,ফসল চুরি, গরু চুরি করে আসছিল।অন্যদিকে চুরির সময় হাতেনাতে ধরে শামপুর গ্রামের হারুর ছেলে ফজলুল(৩৫) ও দাউদের ছেলে মোহন কে আটক করে গ্রামবাসী পুলিশে সোপর্দ করে।