পরীক্ষার্থী ও শিক্ষক বহিষ্কার ছাড়াই গাংনীতে নকল মুক্ত পরিবেশে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত।

অমিরুল ইসলাম অল্ড্রাম-গাংনীতে সুষ্ঠ , সুন্দর ও নকল মুক্ত পরিবেশে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । অসদুপায় বা নকলে সহযোগিতার জন্য কোন শিক্ষ...

অমিরুল ইসলাম অল্ড্রাম-গাংনীতে সুষ্ঠ, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছেঅসদুপায় বা নকলে সহযোগিতার জন্য কোন শিক্ষার্থী বা কক্ষ পরিদর্শককে বহিষ্কার হতে হয়নিগতকাল বৃহস্পতিবার গাংনীতে মূল কেন্দ্র ছাড়াও ৩টি উপকেন্দ্র মোট ৪টি কেন্দ্রে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অংশ নিয়েছে ১০৫৯ জনএর মধ্যে নিয়মিত ছাত্র ৫৫৮ জন, ছাত্রী ৪৯২ জন এবং অনিয়মিত ছাত্র ৪ জন ও ছাত্রীর সংখ্যা ৫ জনঅনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯ জনএকই ভাবে উপকেন্দ্র গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৯৫ জনপরীক্ষায় অংশ নিয়েছে ৬৯২ জনএর মধ্যে নিয়মিত ছাত্র ৩৮১ জন, ছাত্রী ৩০৭ এবং অনিয়মিত ছাত্র ২ জন ও ছাত্রীর সংখ্যা ২ জনঅনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ জন

অপর দিকে উপকেন্দ্র গাংনী ছিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে (দাখিল পরীক্ষা) মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬০ জনপরীক্ষায় অংশ নিয়েছে ১৫০ জনএর মধ্যে নিয়মিত ছাত্র ১০৬ জন, ছাত্রী ৪৪ জন এবং অনিয়মিত ছাত্র ২ ছাত্র ২ জন ও ছাত্রীর সংখ্যা ৮ জন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪ জন

একই সাথে ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য উপকেন্দ্র গাংনী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩২২ জনএর মধ্যে নিয়মিত ছাত্র ১৬৫ জন, ছাত্রী ১৫৭ জন এবং অনিয়মিত ছাত্র ছিল ৪ জন ও ছাত্রীর সংখ্যা ৬ জন

পরীক্ষায় নিয়ন্ত্রন অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে সচিব হিসাবে গাংনী হাই স্কুলের প্রধান শিক্ষক আঃ গণি এবং হল সুপার হিসেবে কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমত আলীপরীক্ষা সুষ্ঠু ভাবে নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক জামাল উদ্দিন ও পুলিশ সুপার ইকবাল হোসেন সনেত্মাষ প্রকাশ করেন

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item