গাংনীতে চারা সঙ্কটে বোরো আবাদ ব্যাহত।
সাহাজুল-গাংনী উপজেলায় শৈত্যপ্রবাহে অধিকাংশ বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চারা সঙ্কট দেখা দিয়েছে। অনেকে জমি তৈরী করেও চারার অভাবে রোপণ শুরু করতে পার...
https://gangninews.blogspot.com/2010/02/blog-post_10.html
সাহাজুল-গাংনী উপজেলায় শৈত্যপ্রবাহে অধিকাংশ বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চারা সঙ্কট দেখা দিয়েছে। অনেকে জমি তৈরী করেও চারার অভাবে রোপণ শুরু করতে পারছে না। গাংনী উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা জানায়,চলতি মৌসুমে বোরোর বীজতলা শীত জনিত কারণে সিংহ ভাগই নষ্ট হয়েছে। অনেক কৃষক চড়া দামে বিভিন্ন এলাকা থেকে চারা বীজ সংগ্রহ করে জমি রোপণের কাজও শুরু করেছে। কৃষকরা জানায়, এক বিঘা জমি রোপণের জন্য প্রায় ২/৩ হাজার টাকার বীজ ক্রয় করতে হচ্ছে। হাড়িয়াদহ, জুগীরগোফা গ্রামের কৃষক সাহিদুলও ইউনুচ,ইসরাফ আলী জানান, সব বীজ নষ্ট হয়ে যাওয়ার কারণে তিনারা ১০ হাজার টাকার বীজ কিনেছেন। তবুও তার চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। অন্য দিকে বোরো চাষ পুরোপুরি শুরু না হতেই দেখা দিয়েছে বিদ্যুতের লোডশেডিং ।প্রতিদিন ৫/৬ বার লোডশেডিং দেখা দেয়।