গাংনীতে জাতীয় যুব দিবস পালন।
এম এ লিংকন গাংনী থেকেঃ- সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে ও জাতীয় যুব দিবস/০৯ পালন করা হয়েছে । যুবরাই লড়বে, ডিজিটাল বাংলাদেশ গড়বে,এ শ্লোগা...
https://gangninews.blogspot.com/2009/12/blog-post_08.html
এম এ লিংকন গাংনী থেকেঃ- সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে ও জাতীয় যুব দিবস/০৯ পালন করা হয়েছে। যুবরাই লড়বে, ডিজিটাল বাংলাদেশ গড়বে,এ শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তর গাংনী ও উপজেলা প্রশাসন গাংনী’র আয়োজনে এ দিবস পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা।
জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তর গাংনী’র আহবানে সাড়া দিয়ে স্থানীয় সংগঠন ওআরডি, এইচআরডিপি, পউস এর সদস্যরা উপস্থিতি হলে যুব উন্নয়ন গাংনী অফিসের ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালি গাংনী বাজার প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান অ্যাড: শফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোসত্মফা জামান, যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এন,এ হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, ওআরডি’র চেয়ারম্যান মোঃ আবু হোসেন, এইচআরডিপি’র নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, পউস’র নির্বাহী পরিচালক ইব্রাহীম হোসেন, সাংবাদিক এম এ লিংকন প্রমুখ। র্যালি শেষে শহীদ মিনার চত্বরে যুব দিবসের উপস্থিতি ও যুব সমপ্রদয়কে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম।