দেশের কল্যাণে সকল শ্রেনীর মানুষকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। মেহেরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় ও আলোচনা সভা।

এম এ লিংকন/কানন গাংনী , থেকেঃ সৎ যোগ্য মানুষকে যথাযথ স্থানে বসানোর জন্য গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করছে বাংলাদেশ জামায়াত ইসলামী । বাংলাদ...

এম এ লিংকন/কানন গাংনী, থেকেঃ সৎ যোগ্য মানুষকে যথাযথ স্থানে বসানোর জন্য গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করছে বাংলাদেশ জামায়াত ইসলামীবাংলাদেশে বার বার সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু নীতির কোন পরিবর্তন হচ্ছে নাতাই এ দেশের ভাগ্যের ও কোন পরিবর্তন হয়নাতাই মানুষের ও দেশের কল্যাণে সকল শ্রেনীর মানুষকে ঐক্যমত হয়ে কাজ করতে হবেগতকাল শুকবার মেহেরপুর পৌর জামায়াতের উদ্দ্যেগে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে কথাগুলো বলেছেন জামায়াত নেতৃবৃন্দ

স্থানীয় রেষ্ট্রুরেন্ট হাকী আলা সাফাতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মুসলিম আলীপ্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর আল হাজ্ব ছমির উদ্দীনএছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর সিরাজুল ইসলামজামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখবক্তারা আরো বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারনে বাংলাদেশ আজ হুমকির সম্মুখীনদেশের কল্যাণে সকলকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবেতারা বলেন যুদ্ধাপরাধী একটি মিমাংসিত ইস্যুজামায়াত ইসলাম যুদ্ধাপরাধীদের বিচার চায়কিন্তু বিচারের নামে কোন প্রহসন হলে সেটা আইনগত ভাবে মোকাবেলা করবেএ সময়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ইনকিলাব প্রতিনিধি আব্দুল মান্নান, দিগন্ত টিভির প্রতিনিধি ওয়াজেদুল হক, দিনকাল প্রতিনিধি আইনুল হক, বাংলা ভিশন প্রতিনিধি আবু লায়েছ লাবলু, আরশীনগর প্রতিনিধি আক্তারুজ্জামানমতবিনিময় সভায় মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক সহ বিভিন্ন ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item