গাংনীতে সাস্থ্য সেবার ব্রত নিয়ে মুক্তি ডায়াগনষ্টিক সেন্টার এর শুভ উদ্বোধন ঘোষনা ।

এম এ লিংকন গাংনী থেকে ॥ গাংনীতে বেসরকারী পর্যায়ে উন্নত মানের সাস্থ্য সেবা দেয়ার প্রতিশ্রুতিতে মুক্তি ডায়াগনষ্টিক সেন্টার এর আনুষ্ঠানিক উদ্বো...


এম এ লিংকন গাংনী থেকে ॥ গাংনীতে বেসরকারী পর্যায়ে উন্নত মানের সাস্থ্য সেবা দেয়ার প্রতিশ্রুতিতে মুক্তি ডায়াগনষ্টিক সেন্টার এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাংনী মহিলা ডিগ্রী কলেজ রোডে অবস্থিত মুক্তি ডায়াগনষ্টিক সেন্টার ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষনা করা হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল¬াহ আল-আমিন ধুমকেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী কনসালটেন্ট ডাঃ আ,স,ম, নাজমূল হক সাগর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মাহবুব আলম বিপ¬ব, ডাঃ ইয়ানুর রহমান, গাংনী সাস্থ্য কমপে¬ক্সের মেডিক্যাল অফিসার ডাঃ হোসেন আলী, ডাঃ আমির হোসেন ও সন্ধানী সংস্থার সমন্বয়কারী ডাঃ একরামূল হক প্রমুখ। অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন।সাহারবাটী ইউপি চেয়ারম্যান এবং ডায়াগনষ্টিক সেন্টারের শুভাকাংখীত উপদেষ্টা আসাদুজ্জামান বাবলু।
প্রধান অতিরিক্ত বক্তবে ডাঃ সাগর বলেন, মুক্তি ডায়গনষ্টিক সেন্টার হবে একটি ব্যতিক্রমধর্মী সেবা প্রতিষ্ঠান। ২৪ ঘন্টা যেন রোগীরা সেবা পেতে পারেন তার আহবান জানান। পরে ডাঃ খলিলুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল ও মোনাজাত করা হয় । অনুষ্ঠানে উপজেলার ডাক্তার নার্স শিক্ষক সাস্থ্য কর্মী, বিভিন্ন পেশজীবি ও গন্যমান্য ব্যক্তি বর্গসহ সাংবাদিক গন অংশ নেয়। উলে¬খ্য মশিউর রহমান বাজু তানজিদুর রহমান মুক্তি ও রাবেয়া ফামের্সীর মালিক আব্দুল লতিফ যেীথ উদ্যোগে ডায়াগনষ্টিক সেন্টার পরিচালিত হবে।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item