গাংনীর দুরন্ত ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে পিকনিক অনুষ্ঠিত।
গাংনী থেকে আবু হোসেন= দুরন্ত ক্লাব গাংনীর আয়োজনে পিকনিকের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব চত্বরে সকল এ পিকনিকের আয়োজন করা হয়...
https://gangninews.blogspot.com/2009/12/blog-post_8586.html
গাংনী থেকে আবু হোসেন= দুরন্ত ক্লাব গাংনীর আয়োজনে পিকনিকের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব চত্বরে সকল এ পিকনিকের আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি আবুল কালামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ, কে, এম শফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আহমেদ আলী। ক্লাবের সম্পাদক মিজানূর রহমান হেলালের পরিচালনায় সদস্যদের ঐক্য বদ্ধ হওয়ার অহববান জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ভোজের আয়োজন করা হয়।