রচনা প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়েছে গাংনীর কৃতি সন্তান আবির শাফী বিন্দু।

নিউজ ডেস্ক- বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অফিস “বাল্যবিবাহ ও এর ক্ষতিকর প্রভাব”শীর্ষক অনুর্ধ্ব ২০০০ শব্দের এক রচনা ...


নিউজ ডেস্ক- বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অফিস “বাল্যবিবাহ ও এর ক্ষতিকর প্রভাব”শীর্ষক অনুর্ধ্ব ২০০০ শব্দের এক রচনা প্রতিযোগিতার আয়োজন করে। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষিত এ রচনা প্রতিযোগিতায় প্রতিযোগিদের রচনা জমা দেবার শেষ তারিখ ছিল ১৩ ই ডিসেম্বর। স্ব-স্ব উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে জমা দেবার পর সেরা রচনা নির্বাচন করেন। তিন উপজেলার সেরা ৩ রচনা পাঠানো হয় জেলা পর্যায়ে। গাংনী উপজেলা থেকে সেরা রচনা হিসাবে পাঠানো হয় আবির শাফী বিন্দুর রচনা। জেলা প্রশাসন সেরাদের সেরা ঘোষনা করে আবির শাফী বিন্দুকে।
১৬ই ডিসেম্বর প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মেহেরপুর ১ আসনের মাননীয় সাংসদ জয়নাল আবেদীন মাননীয় জেলা প্রশাসক জামাল উদ্দীন ,পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ।
গাংনী উপজেলা চেয়ারম্যেন জনাব এ,কে,এম,শফিকুল আলম ও শাহনাজ আলমের দু পুত্র চন্দ্র ও বিন্দুর মধ্যে বড় ছেলে আবির শাফী বিন্দু গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item