গাংনীতে র্যাব’র মাদক বিরোধী অভিযানে ৬টি গাঁজা গাছ সহ গ্রেফতার-১
এম এ লিংকন গাংনী থেকে - মেহেরপুরের গাংনীতে র্যাব ’ র মাদক বিরোধী অভিযানে ৬টি গাঁজা গাছ সহ সামসুল হক (৫০) নামের একজন গাঁজা চাষ কারীকে আট...
এম এ লিংকন গাংনী থেকে - মেহেরপুরের গাংনীতে র্যাব’র মাদক বিরোধী অভিযানে ৬টি গাঁজা গাছ সহ সামসুল হক (৫০) নামের একজন গাঁজা চাষ কারীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে র্যাব’র একটি চৌকস দল গাঁজা গাজ সহ ওই আসামীকে আটক করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনীসত্ম ডাকবাংলো ক্যাম্পের ডি,এ,ডি হাবিব সাহেবের নেতৃত্বে র্যাব’র একটি দল গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের মৃত আকেব মালিথার ছেলে সামসুল হকের বাড়ি থেকে ৮ ফুট উচ্চতার ৬টি গাঁজা গাছ উদ্ধার করে। এ সময় গাঁজা চাষকারী সামসুল হক কেউ আটক করে। র্যাব গাঁজা গাছের চাষ করে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা প্রস্তুতি চলছে।