গাংনীতে ওআরডি’র আয়োজনে ধূমপান বিরোধী ও পরিবেশ বিপর্যয় প্রতিরোধে লিফলেট বিতরণ।
মাহাবুব আলম - মহান বিজয় দিবসে মেহেরপুরের গাংনীতে স্থানীয় সংগঠন অর্গানাইজেশন অব রুরাল ডেভেলপমেন্ট (ওআরডি) র আয়োজনে ধূমাপান বিরোধী ও পরিবেশ...
মাহাবুব আলম - মহান বিজয় দিবসে মেহেরপুরের গাংনীতে স্থানীয় সংগঠন অর্গানাইজেশন অব রুরাল ডেভেলপমেন্ট (ওআরডি)র আয়োজনে ধূমাপান বিরোধী ও পরিবেশ বিপর্যয় প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়। গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা বিজয় উৎসব অনুষ্ঠানে এ লিফলেট বিতরণ করা হয়।
সুত্রে প্রকাশ, ওআরডি’র পক্ষ থেকে ডিসপ্লে প্রদর্শন করে এ লিফলেট বিতরণ করা হয়। সংগঠনের পক্ষে ডিসপ্লেতে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ লিফলেট বিতরণ করেন। তিনি বলেন ৭১ এ দেশ মাতৃকার টানে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ ¯^vaxb করেছিল। সহযোগীতা করে সকল বাংলাদেশী। সে যুদ্ধে দেশ বিজয় হয়েছে। এবার আমরা লড়বো একটি তামাক জাত দ্রব্য ও ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ার আরেক যুদ্ধ। সকলের সহযোগীতায় এ যুদ্ধে আমরা সকল হবো।