কথা সাহিত্যিক রফিকুর রশীদের পিতা আর আমাদের মাঝে নেই।

ডেস্ক রিপোর্ট-গাংনীর কৃতিসন্তান কথা সাহিত্যিক রফিকুর রশীদের পিতা মোঃ গোলাম রসুল আর আমাদের মাঝে নেই । গত রোবরার সকাল ৭:৩০ সময় ঢাকা মেডিকেল ক...

ডেস্ক রিপোর্ট-গাংনীর কৃতিসন্তান কথা সাহিত্যিক রফিকুর রশীদের পিতা মোঃ গোলাম রসুল আর আমাদের মাঝে নেই গত রোবরার সকাল ৭:৩০ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন মোঃ গোলাম রসুল (সাবেক রাজস্ব কর্মকর্তা)গাংনী থানার গাড়াডোব গ্রামের অধিবাসী ছিলেন,তিনি দির্ঘদিন যাবৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতোলে চিকিৎসাধীন ছিলেন মৃত্যুকালীন তার বয়স হয়েছিলো ৮৩ বছর,গাংনীর বিসিষ্ট ব্যক্তিত্ত সহ আপামর সাধারন জনতার সমাবেতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার নিজ গ্রাম গাড়াডোবে সন্ধ্যা ৭:০০ সময়

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item