গাংনীতে স্বর্ন ব্যবসায়ী কোটিপতি খলিল বয়স্ক ভাতা পেলেও দীন মুজুরী রমজান ৮৫ বছর বয়সেও ভাতা পায়নি।

আমিরুল ইসলাম অল্ড্রাম:- গাংনীতে স্বর্ন ব্যবসায়ী কোটিপতি গাংনী পৌর এলাকার খলিলুর রহমান ওরফে খলিল বয়স্ক ভাতা পেলেও দীন মুজুর রমজান আলী ৮৫ ...

আমিরুল ইসলাম অল্ড্রাম:- গাংনীতে স্বর্ন ব্যবসায়ী কোটিপতি গাংনী পৌর এলাকার খলিলুর রহমান ওরফে খলিল বয়স্ক ভাতা পেলেও দীন মুজুর রমজান আলী ৮৫ বছর বয়সেও ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেউপজেলা সমাজ সেবা অফিস সূত্রে জানা গেছে ২০০১ ইং সাল থেকে গাংনী পৌর এলাকার (৭ নং ওয়ার্ড) ডাক বাংলা পাড়ার শাফি চুড়িওয়ালার ছেলে খলিলুর রহমান ওরফে খলিল বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে আসছেবর্তমানে গাংনী বাজারে আলিফ জুয়েলার্স নামে স্বর্ন ব্যবসা চলছে এবং দিব্‌তল সুরম্য অট্রালিকাতে সে বসবাস করেআরও জানা গেছে, তিনি লোক লজ্জার ভয়ে ব্যাংক থেকে নিয়মিত টাকা নিজে উত্তোলন না করে অন্যের মাধ্যমে টাকা গ্রহণ করে থাকেনবিগত ৬ মাস যাবত ভাতার টাকা উত্তোলন না করায় সমাজ সেবা অফিসের অফিস সহকারী আঃ হান্নান সরেজমিনে তদনত্ম করতে গেলে এই গোপনীয় তথ্য প্রকাশ করেঅন্যদিকে চৌগাছা গ্রামের রমজান আলী ছাড়াও অনেকে দীনমজুর অসহায় ব্যক্তি বয়স্ক ভাতা থেকে বঞ্চিত আছেএ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং অবিলম্বে স্বচ্ছল এবং কোটিপতি স্বর্ন ব্যবসায়ী খলিলের নাম বয়স্ক ভাতার তালিকা থেকে বাদ দেয়ার দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item