গাংনীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশংসা পত্র ও নম্বরফর্দ না পেতেই ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি শেষ।

গাংনী অফিস- গাংনীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাশের প্রশংসাপত্র ও নম্বর ফর্দ শিক্ষা অফিস থেকে না দিতেই মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে...

গাংনী অফিস- গাংনীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাশের প্রশংসাপত্র ও নম্বর ফর্দ শিক্ষা অফিস থেকে না দিতেই মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি প্রায় শেষ পর্যায়ে। উপজেলার ৭৩ টি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও মাদ্রাসা গুলোতে ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হয়েছে। সিন্দুর কোটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন জানান, প্রশংসা পত্র এবং নম্বর ফর্দ না নিয়েই আমরা ছাত্র-ছাত্রী ভর্তি করে ফেলেছি।সমাপনী পরীক্ষায় পাশ ফেল যাচাই না করে ছাত্র-ছাত্রী ভর্তি শিক্ষা নীতি বহির্ভূত কাজ করা হচ্ছে। প্রশংসা পত্র না নিয়ে ভর্তির ব্যাপারে প্রশাসনিক কোন বাধা ধরা নিয়ম বা কার্যকর আইন না হওয়ায় শিক্ষকরা খেয়াল খুশি মতো কাজ করছে। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অফিসে সহকারী শিক্ষা অফিসার নুর ইসলাম এ প্রতিনিধিকে জানান, প্রশংসাপত্র ও নম্বর ফর্দ না নিয়ে স্কুলে ভর্তি করাটা অবৈধ। কোক্রমেই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ এই অনিয়ম করতে পারেন না। তিনি আরও বলেন, শুধুমাত্র উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরাই ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবেন। অন্যদিকে নাম প্রকাশে একজন শিক্ষক বলেন পাশ ফেল দেখতে গেলে আমরা ছাত্র-ছাত্রী পাবো না। অতএব সকলকেই আমরা ভর্তি করবো। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান বলেন, উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংখ্যা অনুযায়ী ভর্তি আমরা সকল বিদ্যালয় থেকে জেনে নেবো। বেশী হলে সেই বিদ্যালয়ের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in weekRecentComments

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item