মোঃ নূরুল ইসলাম সভাপতি,আনারূল মিয়া সাধারন সম্পাদক বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ গাংনী উপজেলা কমিটি গঠন।
মাহাবুব আলম:- মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের কমিটি গঠন করা হয়েছে।এ কমিটিতে মোঃ নূরূল ইসলাম কে সভাপতি ও মোঃ আনারূল মিয়াকে...
https://gangninews.blogspot.com/2009/12/blog-post_1956.html
মাহাবুব আলম:- মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের কমিটি গঠন করা হয়েছে।এ কমিটিতে মোঃ নূরূল ইসলাম কে সভাপতি ও মোঃ আনারূল মিয়াকে সাধারন সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ঠ কমিটিগঠন করা হয়েছে। কমিটি গঠন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোসত্মফা।উপস্থিত ছিলেন কমিটির সাংগঠনিক সম্পাদক এমএ লিংকন ,যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, প্রচার সম্পাদক মবিনুর রহমান ঠান্ডু,শহর কমিটির সভাপতি নূরূল ইসলাম,সাধারন সম্পাদক আকছেদ আলী, যুগ্ম সম্পাদক মোঃ জহির উদ্দীন মোল্লা সহ উপজেলার সমর্থকরা উপস্থিত ছিলেন।