গাংনীতে জমিজমা সংক্রানত্ম বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে ভাইয়ের হাতে জখম।
গাংনী অফিসঃ মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে জমিজমা সংক্রানত্ম বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই রক্তাক্ত ভাবে জখম হয়ে হাসপাতালে চিক...
https://gangninews.blogspot.com/2009/12/blog-post_12.html
গাংনী অফিসঃ মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে জমিজমা সংক্রানত্ম বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই রক্তাক্ত ভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সকালে বাঁশবাড়ীয়া বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, এ উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ৮ ছেলের মধ্যে ৪ছেলে আনেয়ার হোসেন আনু(৫০),বাবর আলী(৪৮),মোবারক(৪৫), ও আসমত(৪০) এক পক্ষে। অন্য পক্ষে জহিরুল(৪৭),মোসত্মফা(৪৬),এনায়েত(৪৪)ও বানাত আলী(৪৩)অন্য পক্ষে। বসত বাড়ির জমি নিয়ে দু’ গ্রুপের মাঝে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকে। একে অপরের নামে করে মামলা দায়ের।গতকাল এ উপজেলার যুগীন্দা গ্রামের আমজাদের ছেলে হামিদুল মোসত্মফার বাড়িতে এলে গতকালের এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে এক ভাই আনারূলএবং অপর ভাই মোসত্মফা আহত হয়ে গাংনী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।