সহিংশতা এড়াতে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময়।

নিউজ ডেস্ক- মহান বিজয় দিবস পালন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগের বিবাদ মান দুটো গ্রুপ একই স্থানে কর্মসুচী দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘট...


নিউজ ডেস্ক- মহান বিজয় দিবস পালন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগের বিবাদ মান দুটো গ্রুপ একই স্থানে কর্মসুচী দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন সহিংসতা এড়াতে মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে গতকাল গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের দুগ্রুপের সাথে দফায়-দফায় মতবিনিময় সভা অনুষ্টিত হয় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক জামাল উদ্দীন ,পুলিশ সুপার ইকবাল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোসত্মফা জামান,র‌্যাব কমান্ডার এ এস পি জাহিদ এবং ১গ্রুপের সাবেক এমপি মকবুল হোসেনের সাথে উপজেলা চেয়ারম্যেন জনাব এ,কে,এম,শফিকুল ইসলাম, পৌর মেয়র আহাম্মদ আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যেন সেলিনা মমতাজ কাকলী,মোশাররফ হোসেন,ইয়াসিন রেজা সহ আরো অনেকে ২য় দফায় মআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক,যুগ্ম সম্পাদক নাজমূল হুদা, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম চেবী,সোহেল আহমেদ, বমন্দী ইউনিয়ানের রবিউল ইসলাম সহ অনেক, আলোচনা শেষে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সাধারন সম্পাদক এম এ খালেকের বাড়ির সামনে এবং সাবেক এমপি মকবুল হোসেনের পক্ষ থেকে তার নিজ বাস ভবনের সামনে নিজনিজ গ্রুপের কর্মসুচী পালনের সিদ্ধান্ত হয়

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item