প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গাংনী উপজেলার সেরা রুমি।
হারুন-অর-রশিদ রবি:- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ...
হারুন-অর-রশিদ রবি:- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ফাতিমা মাহজাবিন রুমি। তার প্রাপ্ত b¤^i ৫৭০। সে গাংনী থানা পাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার পিতা ওয়াজেদ আলী গাংনী সিদ্দিকীয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার প্রভাষক ও মাতা শাহনাজ পারভীন একজন গৃহিণী। রুমি সকলের দোয়া কামনা করেছে।
উল্লেখ্য, এ বছর গাংনী উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ কারী ছাত্র/ছাত্রীর মোট সংখ্যা ছিল ৩ হাজার ৮ শত ৯৫ জন। এর মধ্যে ছাত্র ছিল ১ হাজার ৭ শত ৪৯ জন এবং ছাত্রী ছিল ২ হাজার ১ শত ৪৬ জন। এর মধ্যে উর্ত্তীন পরীক্ষাথীর সংখ্যা ৩ হাজার ২ শত ৩ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৫২০ জন এবং ছাত্রী ১ হাজার ৬৮৩ জন। অনুর্ত্তীন পরীক্ষাথীর সংখ্যা ৬৯২ জন। পশের হার ৮২ দশকি ২৩। গাংনীতে ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের মোট ১০ টি কেন্দ্রে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।