গাংনীতে কাবিখা কর্মসূচীর ৪৩৪ মেঃ টন চাল হরিলুট হচ্ছে। দেখার কেউ নেই।

আমিরুল ইসলাম অলড্রাম:- গাংনীতে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসুচীর ৪২টি প্রকল্পের বিপরীত বরাদ্ধকৃত ৪৩৪ মেঃ টন চাল হরিলুট হচ্ছে বলে অভ...

আমিরুল ইসলাম অলড্রাম:- গাংনীতে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসুচীর ৪২টি প্রকল্পের বিপরীত বরাদ্ধকৃত ৪৩৪ মেঃ টন চাল হরিলুট হচ্ছে বলে অভিযোগ উঠেছেনাম মাত্র কাজ করে ইউপি চেয়ারম্যান বৃন্দ রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে বরাদ্ধকৃত চাল আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছে

উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস সুত্রে জানা গেছে, গ্রামীণ কাঁচা রাসত্মা মেরামত ও সংস্কারের নিমিত্তে কাবিখা প্রকল্পের চাল বরাদ্ধ করা হয়েছেইউনিয়ন পর্যায়ে প্রকল্প বাসত্মবায়নে কল্পে কাথুলী ইউপিতে ৪৪ মেঃ টনতেতুঁলবাড়িয়া ইউপিতে ৪৭ মেঃ টনকাজীপুর ইউপিতে ৫৬ মেঃ টনমটমুড়া ইউপিতে ৬৩ মেঃ টনবামন্দি ইউপিতে ৩৮ মেঃ টনষোলটাকা ইউপিতে ৪৩ মেঃ টনসাহারবাটি ইউপিতে ৩৬ মেঃ টনধানখোলা ইউপিতে ৭৩ মেঃ টন এবং রায়পুর ইউপিতে ৩৪ মেঃ টন চাল বরাদ্ধ দেয়া হয়অফিস সুত্রে আরও জানা গেছে, প্রকল্পের বরাদ্ধকৃত চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করলেও কয়েকটি ইউনিয়নে এখন ও কর্মসূচী শুরু করা হয়নিকোন কোন ইউপি চেয়ারম্যান নাম মাত্র কাজ করে চাল ভাগাভাগি করে নিয়েছেআরও জানা গেছে খাদ্য গুদামের কথিত নিয়ন্ত্রক শহিদুল ইসলাম তার সিন্ডিকেটের মাধ্যমে উক্ত প্রকল্প বাস্তবায়নে চেয়ারম্যানদের সাথে কমিশন ভাগাভাগি করে অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছেপ্রকল্প চেয়ারম্যানের সাথে চুক্তি করে কম মূল্যে মাটি কাটা লেবার নিয়ে চাল আত্মসাৎ করার মহোৎসব চলছেএ ব্যাপারে সংশ্লিট কর্মকর্তার দৃষ্টি আর্কষন করেছে এলাকার সচেতন মহল

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item