মেহেরপুর থেকে ফেরার পথে ছিনতাই কারীদের কবলে গাংনী শ্যামলী টিকেট মাষ্টার আশরাফুল ।
আবু- মেহেরপুর থেকে ফেরার পথে ছিনতাই কারীদের কবলে আগত হয়েছে গাংনী শ্যামলী টিকেট মাষ্টার আশরাফুল ।গত সোমবার রাতে মেহেরপুর শ্যামলী কাউন্টার থ...
https://gangninews.blogspot.com/2010/03/blog-post_5735.html
আবু- মেহেরপুর থেকে ফেরার পথে ছিনতাই কারীদের কবলে আগত হয়েছে গাংনী শ্যামলী টিকেট মাষ্টার আশরাফুল ।গত সোমবার রাতে মেহেরপুর শ্যামলী কাউন্টার থেকে বাড়ি ফেরার পথে মেহেরপুর কুষ্টিয়া সড়কের মেহেরপুর বনবিভাগের কাছে ছিনতাই কারীদের আহত হয়েছে ।
জানা গেছে, গাংনী শ্যামলী টিকেট মাষ্টার আশরাফুল মেহেরপুর থেকে কাউন্টার বিষয়ে কাজ শেষে মোটর সাইকেল চড়ে বাড়ি ফেরার পথে মেহেরপুর কুষ্টিয়া সড়কের মেহেরপুর বনবিভাগের কাছে ছিনতাই কারীদের কবলে পড়ে আহত হয় । এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে । ছিনতাই কারী তার কাছে থাকা দুই টি মোবাইল সেট ও নগদ ৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় । বর্তমানে সে গাংনী উপজেলা ¯^v¯’¨ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ।
জানা গেছে, গাংনী শ্যামলী টিকেট মাষ্টার আশরাফুল মেহেরপুর থেকে কাউন্টার বিষয়ে কাজ শেষে মোটর সাইকেল চড়ে বাড়ি ফেরার পথে মেহেরপুর কুষ্টিয়া সড়কের মেহেরপুর বনবিভাগের কাছে ছিনতাই কারীদের কবলে পড়ে আহত হয় । এসময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে । ছিনতাই কারী তার কাছে থাকা দুই টি মোবাইল সেট ও নগদ ৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় । বর্তমানে সে গাংনী উপজেলা ¯^v¯’¨ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ।