গাংনীর থানাপাড়ায় মটর চোর আটক
জেলার গাংনী উপজেলার গাংনী থানা পাড়ায় ৩ মটর চোর অটক করা হয়েছে । আজ মঙ্গর বার এব্যাপারে সালিশ বসার কথা থাকলেও সম্ভব হয়নি । জানা গেছে,গত সোমবার...
https://gangninews.blogspot.com/2010/03/blog-post_2190.html
জেলার গাংনী উপজেলার গাংনী থানা পাড়ায় ৩ মটর চোর অটক করা হয়েছে । আজ মঙ্গর বার এব্যাপারে সালিশ বসার কথা থাকলেও সম্ভব হয়নি ।
জানা গেছে,গত সোমবার রাতে ওই পাড়ার নুর ইসলাম (২৮), হাবিব (২২), ও রবির ছেলে সোহেল (৩০) একই পাড়ার কাদেরর ছেলে রবিউলের বাড়ি থেকে পানি তোলা মটর চুরি করার সময় ধরা পরে । গন পিটুনির সময় নুর ইসলাম ও হাবিব পালিয়ে যাওয়ায় বিচার কাজ বন্ধ থাকে । গতকাল বিচারের কথা থাকলেও বিচার হয়নি ।
জানা গেছে,গত সোমবার রাতে ওই পাড়ার নুর ইসলাম (২৮), হাবিব (২২), ও রবির ছেলে সোহেল (৩০) একই পাড়ার কাদেরর ছেলে রবিউলের বাড়ি থেকে পানি তোলা মটর চুরি করার সময় ধরা পরে । গন পিটুনির সময় নুর ইসলাম ও হাবিব পালিয়ে যাওয়ায় বিচার কাজ বন্ধ থাকে । গতকাল বিচারের কথা থাকলেও বিচার হয়নি ।