গাংনীর থানাপাড়ায় মটর চোর আটক

জেলার গাংনী উপজেলার গাংনী থানা পাড়ায় ৩ মটর চোর অটক করা হয়েছে । আজ মঙ্গর বার এব্যাপারে সালিশ বসার কথা থাকলেও সম্ভব হয়নি । জানা গেছে,গত সোমবার...

জেলার গাংনী উপজেলার গাংনী থানা পাড়ায় ৩ মটর চোর অটক করা হয়েছে । আজ মঙ্গর বার এব্যাপারে সালিশ বসার কথা থাকলেও সম্ভব হয়নি ।
জানা গেছে,গত সোমবার রাতে ওই পাড়ার নুর ইসলাম (২৮), হাবিব (২২), ও রবির ছেলে সোহেল (৩০) একই পাড়ার কাদেরর ছেলে রবিউলের বাড়ি থেকে পানি তোলা মটর চুরি করার সময় ধরা পরে । গন পিটুনির সময় নুর ইসলাম ও হাবিব পালিয়ে যাওয়ায় বিচার কাজ বন্ধ থাকে । গতকাল বিচারের কথা থাকলেও বিচার হয়নি ।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item