গাংনীতে ৪০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সাজ্জাদ আটক

গাংনী অফিস ঃ- মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর যৌথ বাহিনী ক্যম্পের পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সাজ...

গাংনী অফিস ঃ- মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর যৌথ বাহিনী ক্যম্পের পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সাজ্জাদ (৪১) কে আটক করেছে । সাজ্জাদ আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের ফজলুর হকের ছেলে ।
পুলিশ জানায়, হেমায়েতপুর যৌথ বাহিনী ক্যাম্প ইনচার্জ এ এস আই রোকনুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ সাজজাদ কে তার বাড়ি থেকে আটক করে ।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item