মেহেরপুর গাংনীতে সড়ক দূর্ঘটনায় ইট ভাটার শ্রমিকের মৃত্যু।
গাংনী অফিসঃ- গাংনীতে সড়ক দূঘটনায় আরজান আলী (৩৩) নামের এক ইট ভাটার শ্রমিকের অকাল মৃত্যু হয়েছে। সে উপজেলার পাকুড়িয়া গ্রামের আজিল আলীর ছেলে। জ...
https://gangninews.blogspot.com/2010/03/blog-post_07.html
গাংনী অফিসঃ- গাংনীতে সড়ক দূঘটনায় আরজান আলী (৩৩) নামের এক ইট ভাটার শ্রমিকের অকাল মৃত্যু হয়েছে। সে উপজেলার পাকুড়িয়া গ্রামের আজিল আলীর ছেলে।
জানা যায়, গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামের আজিল আলীর ছেলে ইট ভাটার শ্রমিক আরজান আলী সহ অন্যান্য শ্রমিকরা ইট বোঝায় ট্রাক্টর নিয়ে গতকাল শনিবার দুপুরে চিৎলা থেকে পাকুড়িয়ার দিকে যেতেই নিত্যান্দপুর নামক স্থানে পৌঁছালে আরজান আকষ্মিক ট্রাক্টর থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
জানা যায়, গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামের আজিল আলীর ছেলে ইট ভাটার শ্রমিক আরজান আলী সহ অন্যান্য শ্রমিকরা ইট বোঝায় ট্রাক্টর নিয়ে গতকাল শনিবার দুপুরে চিৎলা থেকে পাকুড়িয়ার দিকে যেতেই নিত্যান্দপুর নামক স্থানে পৌঁছালে আরজান আকষ্মিক ট্রাক্টর থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।