গাংনীতে প্রতিবন্ধী বিষয়ক সভা অনুষ্ঠিত।
সাহাজুল সাজুঃ- গতকাল বৃহস্পতিবার সকালে বে-সরকারী স্বেচ্ছাসেবিসংস্থা রুরাল ভিশন (আরভির) আয়োজনে সংস্থার সভা কক্ষে প্রতিবন্ধদের উন্নয়ন বিষয়ক সভ...
https://gangninews.blogspot.com/2010/01/blog-post_5289.html
সাহাজুল সাজুঃ- গতকাল বৃহস্পতিবার সকালে বে-সরকারী স্বেচ্ছাসেবিসংস্থা রুরাল ভিশন (আরভির) আয়োজনে সংস্থার সভা কক্ষে প্রতিবন্ধদের উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয় । সংস্থার সহ-সভাপতি সাহাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন,এ সংস্থার নির্বাহী পরিচালক আনারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সিমা খাতুন, ছানোয়ার খাতুন প্রমুখ । সভায় বক্তারা বলেন,প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয় বরং তাদের সামান্য সহযোগিতা করিলে তারাও মানব সম্পদে পরিণত হতে পারে। তাই এই পরি প্রেক্ষিতে সংস্থা ২০১০ সনে ১০ জন প্রতিবন্ধি শিশুকে হোমরেজ থেরাপি চিকিৎসা ও শিক্ষার জন্য সহযোগিতা করিবে । এ বিষয়ে রুরাল ভিশন সহযোগিতার জন্য বিভিন্ন সংস্থা ও সমাজের এলিট পার্সনদের সহযোগিতা কামনা করেছেন ।