বাক প্রতিবন্ধি সাগর আপন ঠিকানায় ফিরতে চাই।
এম এ লিংকন- বাক প্রতিবন্ধি সাগর(২০) আপন ঠিকানায় ফিরতে চাই। গত কয়েক দিন আগে পথ ভূলে সে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে অবস্থান করছে।এ...
https://gangninews.blogspot.com/2010/01/blog-post_5102.html
এম এ লিংকন- বাক প্রতিবন্ধি সাগর(২০) আপন ঠিকানায় ফিরতে চাই। গত কয়েক দিন আগে পথ ভূলে সে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে অবস্থান করছে।এ ব্যাপারে ধানখোলা ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সাবান জানান,কয়েকদিন আগে বাকপ্রতিবন্ধি ছেলেটি ধানখোলা বাজারে আসে। এসময় তার গায়ে ছিল পুরাতন গেঞ্জি। পরনে ছিল লুঙ্গি। প্রচন্ড শীতে জড়সড় এ ছেলেটি বসে থাকতে দেখে তার পরিচয় জানতে চাওয়া হলে কোন কথা না বলে সে লেখার ইশারা করে। কলম দিলে সে সাগর লেখে। আর কিছু লিখতে পারেনি । ধারনা করা হচ্ছে তার নাম সাগর।গায়ের রং কালো।তার খোঁজ নেওয়ার জন্য ০১৭১২৫৪০৭৭৫ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++