মেহেরপুর জেলা জাতীয় পার্টি-জেপির কাউন্সিল সফল করতে গাংনীতে জেলা জেপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
এম এ লিংকন গাংনী থেকেঃ- আগামী ১৭ জানুয়ালী রবিবার মেহেরপুর জেলা জাতীয় পার্টি-জেপি র কাউন্সিল/২০১০ সফল করার লক্ষ্যে গাংনীতে জেলা জেপি র ...
এম এ লিংকন গাংনী থেকেঃ- আগামী ১৭ জানুয়ালী রবিবার মেহেরপুর জেলা জাতীয় পার্টি-জেপির কাউন্সিল/২০১০ সফল করার লক্ষ্যে গাংনীতে জেলা জেপির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা জেপির কার্যালয়ে যুগ্ম কৃষি বিষয়ক বিষয়ক সম্পাদক, ৩ কেন্দ্রীয় কমিটি ও মেহেরপুর জেলা জাতীয় পার্টি জেপির সভাপতি মোঃ আব্দুল হালিমের আহবানে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আঃ হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ দাউদ হোসেন। বিশেস অতিথি ছিলেন, জেলা জেপির সাধারণ সম্পাদক গোলাম রসুল, গাংনী উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারী মর্তুজা আলম বুলবুল, মেহেরপুর সদর শাখা সভাপতি আলাউদ্দীন, সেক্রেটারী পঞ্জত আলী, মুজিবনগর উপজেলা শাখা সভাপতি নাসির উদ্দিন, সেত্রেটারী জাহাঙ্গীর হোসেন, গাংনী পৌর সভাপতি আজমত আলী সহ আরও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দলীয় সুত্রে জানা গেছে।, আগামী ১৭ জানুয়ারী রবিবার সকালে জেলার মুজিবনগর গণপূর্ত রেষ্টহাউজ মিলনায়তনে জেলা জাতীয় পার্টি জেপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি জেপির মহাসচিব ও সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন, কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু সাঈদ খান, প্রধান বক্তা জেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু। আরও জানা গেছে, কাউন্সিল সফল করতে বিভিন্ন কর্সসূচী গ্রহণ করা হয়েছে। নেতৃবৃন্দ সকলের সহযোগীতা কামনা করেছে।