আজকের খবর:-

অপরিচিত ব্যক্তি স্ট্রোক করে মেহেরপুরের গাংনী হাসপাতালে ভর্তি । ******************************************************** ৭০ উর্দ্ধো অপ...


অপরিচিত ব্যক্তি স্ট্রোক করে মেহেরপুরের গাংনী হাসপাতালে ভর্তি
********************************************************

৭০ উর্দ্ধো অপরিচিত এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেগতকাল সোমবার বিকেলে সে এ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা লোকজন তাকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে

সুত্রে প্রকাশ অপরিচিত ৭০ উর্দ্ধো এ ব্যক্তি মাঝে মধ্যে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে সাহাহ্যের জন্য আসেনতার স্বাস্থ্য ভালমুখে হালকা কাঁচাপাকা দাঁড়ি রয়েছেগায়ের রং কালোতিনি চশমা ব্যবহার করেনগতকাল সোমবার মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে অসুস্থ হয়ে পড়ে যানএ সময় তার ব্যবহৃত চশমায় চোখে মুখে সামান্য কেটে গেছেকর্তব্যরত ডাক্তার জানান স্ট্রোক করে অসুস্থ হয়ে সে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেগাংনী হাসপাতালে ০১৭৩০-৩২৪৬১০ নম্বরে অথবা সভাপতি/সম্পাদক রিপোর্টাস ইউনিটি গাংনী মেহেরপুর ০১৭১৭-০০৮৩৫৫,০১৭৪০৮৩৮৩৮৪ নম্বরে মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item