আজকের খবর:-
অপরিচিত ব্যক্তি স্ট্রোক করে মেহেরপুরের গাংনী হাসপাতালে ভর্তি । ******************************************************** ৭০ উর্দ্ধো অপ...
অপরিচিত ব্যক্তি স্ট্রোক করে মেহেরপুরের গাংনী হাসপাতালে ভর্তি।
********************************************************
৭০ উর্দ্ধো অপরিচিত এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সোমবার বিকেলে সে এ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা লোকজন তাকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
সুত্রে প্রকাশ অপরিচিত ৭০ উর্দ্ধো এ ব্যক্তি মাঝে মধ্যে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে সাহাহ্যের জন্য আসেন। তার স্বাস্থ্য ভাল। মুখে হালকা কাঁচাপাকা দাঁড়ি রয়েছে। গায়ের রং কালো। তিনি চশমা ব্যবহার করেন। গতকাল সোমবার মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে অসুস্থ হয়ে পড়ে যান। এ সময় তার ব্যবহৃত চশমায় চোখে মুখে সামান্য কেটে গেছে। কর্তব্যরত ডাক্তার জানান স্ট্রোক করে অসুস্থ হয়ে সে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাংনী হাসপাতালে ০১৭৩০-৩২৪৬১০ নম্বরে অথবা সভাপতি/সম্পাদক রিপোর্টাস ইউনিটি গাংনী মেহেরপুর ০১৭১৭-০০৮৩৫৫,০১৭৪০৮৩৮৩৮৪ নম্বরে মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++