শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি........... পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে অনেক বানান ভূল। শিক্ষক অভিভাবক বিব্রত।
আবু হোসেনঃ- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তথা শিক্ষা মন্ত্রনালয়ের গাফিলতির কারনে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে প্রচুর বানান ভুল দেখা গিয়েছে । বছরের ...
আবু হোসেনঃ- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তথা শিক্ষা মন্ত্রনালয়ের গাফিলতির কারনে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে প্রচুর বানান ভুল দেখা গিয়েছে। বছরের শুরুতেই প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে ৫ম শ্রেণীর বাংলা বইয়ে অসংখ্য বানান ভূল রয়েছে । এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । ক্লাসে গিয়ে শিক্ষকরাও শিক্ষার্থীদের কাছে বিব্রত হচ্ছে ।
দেখা গেছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা সংকল্প । সে কবিতার প্রথম লাইন থাকব নাক বদ্ধ ঘরে”র স্থলে ছাপা হয়েছে থাকব নাক বাদ্ধ ঘরে । এ ছাড়া অন্যান্য স্থানে নেশায়”র স্থলে নেশায কেমনর স্থানে মেমন ছাপা হয়েছে । মহাস্থানগড়ে একদিন ভ্রমন বিষয়ক লেখায় মহাস্থানগড়ের স্থলে মহাস্থানে ছাপা হয়েছে । প্রত্নতাত্ত্বিকর স্থলে প্রত্নতত্বিক লক্ষ্যের স্থলে লক্ষ, ষাঁড়ের স্থলে ষাড়, কারোর স্থলে করো, গাছপালার স্থলে গাছপালর ছাপা হয়েছে । আমরা তোমাদের ভূলবো না নিবন্ধে অনেক ভূল পাওয়া গেছে । শিক্ষা গুরুর মর্যাদা কবিতা বেশ কয়েকটি স্থানে বানান ভুল রয়েছে ।