গাংনীতে জাসদর জাতীয় সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা।

এম এ লিংকন-গাংনীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) গ্রুপের জাতীয় সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনীতে পার্টির (দলীয়) কার...

এম এ লিংকন-গাংনীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) গ্রুপের জাতীয় সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনীতে পার্টির (দলীয়) কার্যালয়ে গতকাল সোমবার সকালে সম্মেলনে স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করার লক্ষ্যে জরুরী সভার আয়োজন করা হয়। জঙ্গীবাদ সামপ্র্রদায়িকতা, দূর্নীতি লুটপাট প্রতিরোধ কর, সুষম উন্নয়নের ধারায় বৈষম্যহীন সমাজ ও আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়, দেশ পরিচালনা সহ সকল ক্ষেত্রে মহা ঐক্য রক্ষা ও কার্যকর কর এই শ্লোগানকে সামনে ধরে আগামী ৭ জানুয়ারী/১০ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
সভায় উপজেলা শাখা জাসদের আহবায়ক মামুনর রশীদ সফর আলীর সভাপতিত্বে পার্টির মনোনীত সেক্রেটারী আনোয়ার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন গঠন মূলক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে আঃ কাশেম, মোজাম্মেল হক, ইকরামূল আকাশ সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সেক্রেটারী আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল জাতীয় সম্মেলন সফল করতে যাত্রা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item