ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব/২০১০র কুষ্টিয়া জোনের প্রতিযোগীতায় বিন্দু চ্যাম্পিয়ান।
নিউজ ডেস্ক- ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব ২০১০’র কুষ্টিয়া জোনের প্রতিযোগীতায় মেহেরপুরের গাংনীর ছেলে আবির শাফি বিন্দু, চ্যাম্পিয়ান হয়ে...
https://gangninews.blogspot.com/2010/01/blog-post_299.html
নিউজ ডেস্ক- ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব ২০১০’র কুষ্টিয়া জোনের প্রতিযোগীতায় মেহেরপুরের গাংনীর ছেলে আবির শাফি বিন্দু, চ্যাম্পিয়ান হয়েছে। গতকাল শনিবার কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সারা দেশের মত গতকাল শনিবার ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব/২০১০ কুষ্টিয়া জোনের প্রতিযোগীতা অনুষ্ঠানে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ ও পাবনা জেলার গণিত প্রেমিক শিক্ষার্থীরা অংশ নেয়। এ প্রতিযোগীতায় প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগী অংশ নেয়। মাধ্যমিক পর্যায়ের ৭৬১ জন প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ান হয় মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল আলমের ছেলে আবির শাফি বিন্দু। বিন্দু গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র।
*************************************************************************************