গাংনী উপজেলা চেয়ারম্যানের মাতার মৃত্যু।
নিউজ ডেস্কঃ- গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল আলমের মাতা আমেনা বেগম গত কাল সমবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলার গোয়ালগ্রামে তার ন...
https://gangninews.blogspot.com/2010/01/blog-post_26.html
নিউজ ডেস্কঃ- গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল আলমের মাতা আমেনা বেগম গত কাল সমবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলার গোয়ালগ্রামে তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত রোগে ইনেত্মকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না___ রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৮৭) বছর। মরহুমার জানাজার নামাজ সমবার বাদ আছর গোয়ালগ্রামে অনুষ্ঠিত হয়। এ সময় গাংনীর এম,পি আমজাদ হোসেন,বাবেক এম,পি মকবুল হোসেন,গাংনী উপজেলা নির্বাহি অফিসার আবু হেনা মোস্তফা জামান,সকল ইউ,পি চেয়ারম্যন সহ গাংনীর বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।