গাংনীর দেবীপুর থেকে এলজি শার্টারগান উদ্ধার।
এম.এ.লিংকন-গতকাল শনিবার দুপুরে গাংনীর পল্লী দেবীপুর গ্রম থেকে একটি শার্টারগান উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ । বিএনপি নেতা ফজলুর বাড়ির নিক...
https://gangninews.blogspot.com/2010/01/blog-post_10.html
এম.এ.লিংকন-গতকাল শনিবার দুপুরে গাংনীর পল্লী দেবীপুর গ্রম থেকে একটি শার্টারগান উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। বিএনপি নেতা ফজলুর বাড়ির নিকট থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি শার্টারগান উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাংনীর বামুন্দি ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুল ইসলাম উপজেলার দেবীপুর গ্রামের মৃত সেকেন্দার মোল্লার ছেলে ফজলুর বাড়ির খড় গাদায় অভিযান চালিয়ে একটি এলজি শার্টারগান উদ্ধার করে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।