গাংনীতে হাড় কাঁপানো শীতজন জীবন বিপর্যস্ত।

আবু হোসেন-গাংনীতে হাড় কাঁপানো শীত ও কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যসত্ম হয়ে পড়েছে। প্রচন্ড শীতে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া সহ নানা রোগে আক্রান...

আবু হোসেন-গাংনীতে হাড় কাঁপানো শীত ও কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন বিপর্যসত্ম হয়ে পড়েছে। প্রচন্ড শীতে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া সহ নানা রোগে আক্রানত্ম হচ্ছে। শৈত্য প্রবাহে উপজেলার অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রচন্ড শীতে অফিস পাড়াতেও ঠিকমতো কাজ হচ্ছে না। সকালে কুয়াশার কারনে সড়কে যান বাহন ঠিকমতো চলছে না। হাসপাতালে শীত জনিত রোগের কারনে রোগী ভর্তি বেশী হচ্ছে। শুধু মানুষ নয়, গরু, ছাগল, হাঁস, মুরগী ও পশু-পাখীও কাবু হয়ে পড়েছে।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item