বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট্রের উদ্যোগে গাংনীতে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মিলন-গাংনীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখে মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট্রের উদ্যোগে দেশবেপী বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসাবে বিশেষজ...

মিলন-গাংনীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখে মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট্রের উদ্যোগে দেশবেপী বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসাবে বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। গতকার বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গাংনী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে নিদব্যপী বিনন্ন ধরনের রোগীদের সেবা দেওয়া হয়েছে।
চিকিৎসা সেবা কেন্দ্রে আওয়ামীলীগ নেতা সাবেক এমপি জনাব মকবুল হোসেন আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পের উদ্বধোন ঘোষনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোসত্মফা জামান, সিভিল সার্জেন ডাক্তার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,এ খালেক, বিএমএর সভাপতি ডাক্তার রমেশ চন্দ্রনাথ, ডাক্তার আব্দুল হাই, আবু তাহের, রির্পোটাস ইউনিটের সভাপতি আমিরুল ইসলাম (অল্ডাম) সাধারণ সম্পাদক এম, এ লিংকন, সদস্য আবু হোসেন, মাহাবুব, সাজু, প্রমুখ। অুনষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা স্বাস্থ্য প,প, কর্মকর্তা ডাক্তার আবু মহম্মদ জহুরুল ইসলাম।
বিশেষজ্ঞ মেডিকেল টিমে ছিলেন, মেডেসিন কনসালটেন্ট, ডাক্তার রেফাজ উদ্দীন, ডাক্তার পরিমল সরকার, ডাক্তার মিজানুর রহমান, ডাক্তার কামরুল হাসান, ডাক্তার হোুসেন আলী, ডাক্তার ইমতিয়াজ হোসেন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল সালাম, ডাক্তার নুরুন নাহার, যৌন ও চর্ম বিশেষজ্ঞ ডাক্তার আবুল কাশেমু, শিশু বিশেষজ্ঞ ডাক্তার ওবায়েদুল ইসলাম, সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার তহিদুল ইসলাম ও হাড় বিশেষজ্ঞ এ জে এম মোছাদ্দেক রেজা প্রমুখ। জানাগেছে বিনা মূল্যে চিকিৎসা সেবা কেন্দ্রে ৫ শতাধিক মহিলা,পুরুষ রোগীদের সেবা ও ঔষধ প্রদান করা হয়।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item