গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ শুরু।
গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যনত্ম ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্যপুসত্মক আনুষ্ঠানিক ভাবে বিতরণ শুরু করা হয়েছে ।...
গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যনত্ম ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্যপুসত্মক আনুষ্ঠানিক ভাবে বিতরণ শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে সকল শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে প্রধান শিক্ষক আব্দুল গনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুসত্মাফিজুর রহমান বাবলু, সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম স্যার, ইত্তেফাক সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, অভিভাবক আঃ বারী সহ সকল শিক্ষক গণ প্রমুখ।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুল গনি বলেন, সরকার সকল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে বই সরবরাহ করছে। তোমরা ভালভাবে লেখাপড়া করবে এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে। এর আগে সহকারী প্রধান শিক্ষক মুসত্মাফিজুর রহমান বাবলু ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক এক প্রশ্নের জবাবে বলেন, সকল শ্রেণীর সকল বিষয়ের পাঠ্যপুসত্মক শতভাগ না পাওয়ায় কিছু কিছু বই আমরা বিতরণ করছি।