গাংনীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৪ তম জন্ম বার্ষিকী পালিত।
আবু হোসেনঃ-বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধিনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৪ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন...
https://gangninews.blogspot.com/2010/01/blog-post_1274.html
আবু হোসেনঃ-বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধিনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৪ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জোয়ার্দ্দার ফাউন্ডেশন কার্যালয়ে উপজেলা ছাত্র দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। এর আগে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভ জন্ম দিনের কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, থানা যুব দলের সাবেক সভাপতি মোরাদ আলী, পৌর বিএনপির নেতা আহসান হাবীব বাবু, গাংনী পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম ফুল চাঁদ, রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাহারবাটির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাজাহান সেলিম, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বুলবুল, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কাওছার আলী, উপজেলা শ্রমিক দল সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা যুব দলের সভাপতি এ, কে, এম, কামরুজ্জামান, রাইপুর ইউনিয়ন যুব দলের সভাপতি সেলিম রেজা প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল ওয়াদুদ, সাইদুল ইসলাম, আয়ুব আলী, জহুরুল ইসলাম।
বক্তারা বলেন, স্বৈরাচারী এমপি আমজাদ হোসেনের পকেট কমিটি পূর্ণ গঠনের আহবান জানানো হয় এবং বিএনপি বাঁচাও আন্দোলনের ডাক দেওয়া হয়। পরে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে গাংনীর বিএনপিকে আরও শক্তি শালী করার আহবান জানানো হয়। অনুষ্ঠানে তিন শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।