গাংনীতে ইসলামী জলসা বন্ধ করে যাত্রাপালার অনুমতি প্রদান।
এম,এ,লিংকনঃ-গাংনীতে ইসলামী জলসা (তাফসীরুল কোরআন মাহফিল) বন্ধ করে যাত্রাপালার নামে নগ্ম নৃত্যের অনুমতি প্রদান করেছে পুলিশ প্রশাসন । উপজেলার...
এম,এ,লিংকনঃ-গাংনীতে ইসলামী জলসা (তাফসীরুল কোরআন মাহফিল) বন্ধ করে যাত্রাপালার নামে নগ্ম নৃত্যের অনুমতি প্রদান করেছে পুলিশ প্রশাসন। উপজেলার আড়পাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা এম, এ, খালেক গ্রুপের নেতা কর্মীরা যাত্রাপালার উদ্যোগ গ্রহণ করলে ক্ষমতাসীন মকবুল গ্রুপের নেতারা বাঁধা প্রদান করে। অন্যদিকে খালেক গ্রুপ যাত্রাপালার অনুমতি না পেয়ে ধর্ম সভার আয়োজন করে। এতেও বাঁধা দিয়ে মকবুল গ্রুপের সমর্থক আড়পাড়া গ্রামের সোনা মোল্লা, বদরুদ্দীন, লতীফ, জালাল, হাকিম ও শানঘাটের শওকত †g¤^i ক্ষমতার অপব্যবহার করে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করতে বলে প্রশাসনের নিকট থেকে যাত্রার অনুমতি নিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগির মিয়ার কাছে জানতে চাইলে, তিনি এ প্রতিনিধিকে বলেন, যাত্রাপালার পারমিশনের খবর আমরা অফিসিয়াল পাইনি। জেলা প্রশাসক ও পুলিশ সুপার অনুমতি দিলে আমাদের কিছুই করার থাকবে না। তবে আমরা ধর্মসভা বন্ধ করতে বলতে পারিনা। গোয়ন্দা সুত্রে জানা গেছে, এলাকার আইন শৃংখলার অবস্থা বিবেচনা করে যাত্রাপালার অনুমতি না দিতে ডিআই ওয়ানকে অনুরোধ জানিয়েছি। এলাবাসী সুত্রে জানা গেছে, গ্রাম্য কোন্দলের কারণে সমপ্রতি দুটি চরমপন্থি সংগঠন প্রতিপক্ষকে প্রাণ নাশের হুমকি দিয়ে আড়পাড়া গ্রামে পোষ্টারিং করেছে। এ ছাড়াও সোমবার দিনগত গভীর রাতে ধর্মসভার আয়োজকদের ভয়ভীতি দেখাতে এবং সভা বন্ধ করতে ১টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। সন্ত্রাস কবলিত এলাকা আড়পাড়া, জালশুকা, শানঘাট, হাপানিয়া, মহিষাখোলা, কড়ুইগাছি, বামন্দি, চাঁন্দামারী ইত্যাদি গ্রামের লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে। যাত্রার নামে নগ্ম ও অশ্লীল নৃত্য এবং অসামাজিক কার্যকলাপ হলে এলাকার যুব সমাজ বিপথগামী হয়ে পড়বে। অন্যদিকে সামনে ফেব্রুয়ারী মাসে এস, এস, সি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই মুহুর্তে যাত্রাপালা হলে এবং বিকট শব্দে মাইক বাজলে পরীক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হবে। বিষয়টির প্রতি জেলা প্রশাসকের আশু হসত্মক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল।
*************************************************************************************