গাংনীতে চমক ইঙলিশ কোচিং সেন্টারের উদ্যোগে বিদায়,নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আবু হোসেনঃ- গাংনীর গাঁড়াডোব গ্রামের চমক ইংলিশ কোচিং সেন্টারের আয়োজনে বিদায় , নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠ...
আবু হোসেনঃ- গাংনীর গাঁড়াডোব গ্রামের চমক ইংলিশ কোচিং সেন্টারের আয়োজনে বিদায়, নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে গাঁড়াডোব রাইচ মিল পাড়ার প্রভাষক মাসুদুর রশীদ বাচ্চুর একক প্রচেষ্টায় গড়ে তোলা কোচিং সেন্টারের মুক্তাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত হয়। ইংরেজী শিক্ষায় শিক্ষার্থীদের পারদর্শী করতেই কোচিং সেন্টারের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে গাঁড়াডোব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন তেরাইর-জোড়পুকুরিয়া কলেজের অধ্যক্ষ গোলাম মোসত্মফা, গাংনী রিপোটাস ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম। অনুষ্টানের প্রথমে শুভেচ্ছা বক্তব্য বাখেন কোচিং সেন্টারের পরিচালক মাসুদুর রশীদ বাচ্চু।