গাংনীতে ২০ টি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা সরকারী বই পায়নি।

এম,এ,লিংকনঃ-গাংনীতে ২০ কিন্ডার গার্টেনের (কেজি) ৫ হাজার শিক্ষার্থীরা বিনামূল্যে সরকারী বিতরণকৃত বই আজও পায়নি । শিক্ষাবর্ষ শুরুর ২ সপ্তাহ অতি...

এম,এ,লিংকনঃ-গাংনীতে ২০ কিন্ডার গার্টেনের (কেজি) ৫ হাজার শিক্ষার্থীরা বিনামূল্যে সরকারী বিতরণকৃত বই আজও পায়নিশিক্ষাবর্ষ শুরুর ২ সপ্তাহ অতিবাহিত হলেও কেজি স্কুলের ছেলে- মেয়েরা অদ্যাবধি বই পায়নিসরকার সকল ছেলে-মেয়েদের মধ্যে বিনামুল্যে বই দেয়ার ঘোষনা দিলেও আমলা তান্ত্রিক জটিলতার কারণে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা বই না পাওয়ায় ছাত্র-ছাত্রীর অভিভাবক ও শিক্ষক মন্ডলী বিপাকে পড়েছেজানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার অংশ নিতে হলে শিক্ষার্থীদের সরকারি বই প্রয়োজনকিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা বই না পেলে কিভাবে পরীক্ষায় অংশ নেবেশিক্ষকরা সুযোগ বুঝে কিন্ডার গার্টেনের ছেলে-মেয়েদের কাছে বই বিক্রি করে অর্থ বানিজ্য করছে মর্মে অভিযোগ উঠেছেএ ব্যাপারে ফজলুল হক আইডিয়াল একাডেমীর পরিচালক ফজলুল হক সেন্টু ও প্রি-ক্যাডেট অ্যান্ড জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ভাল এবং মেধাবী ছাত্র-ছাত্রী কেজি স্কুল থেকেই বের হয়সে কারণে কেজির শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বই দেয়া উচিৎ

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item