গাংনীতে ২০ টি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা সরকারী বই পায়নি।
এম,এ,লিংকনঃ-গাংনীতে ২০ কিন্ডার গার্টেনের (কেজি) ৫ হাজার শিক্ষার্থীরা বিনামূল্যে সরকারী বিতরণকৃত বই আজও পায়নি । শিক্ষাবর্ষ শুরুর ২ সপ্তাহ অতি...
https://gangninews.blogspot.com/2010/01/blog-post_787.html
এম,এ,লিংকনঃ-গাংনীতে ২০ কিন্ডার গার্টেনের (কেজি) ৫ হাজার শিক্ষার্থীরা বিনামূল্যে সরকারী বিতরণকৃত বই আজও পায়নি। শিক্ষাবর্ষ শুরুর ২ সপ্তাহ অতিবাহিত হলেও কেজি স্কুলের ছেলে- মেয়েরা অদ্যাবধি বই পায়নি। সরকার সকল ছেলে-মেয়েদের মধ্যে বিনামুল্যে বই দেয়ার ঘোষনা দিলেও আমলা তান্ত্রিক জটিলতার কারণে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা বই না পাওয়ায় ছাত্র-ছাত্রীর অভিভাবক ও শিক্ষক মন্ডলী বিপাকে পড়েছে। জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার অংশ নিতে হলে শিক্ষার্থীদের সরকারি বই প্রয়োজন। কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা বই না পেলে কিভাবে পরীক্ষায় অংশ নেবে। শিক্ষকরা সুযোগ বুঝে কিন্ডার গার্টেনের ছেলে-মেয়েদের কাছে বই বিক্রি করে অর্থ বানিজ্য করছে মর্মে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ফজলুল হক আইডিয়াল একাডেমীর পরিচালক ফজলুল হক সেন্টু ও প্রি-ক্যাডেট অ্যান্ড জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ভাল এবং মেধাবী ছাত্র-ছাত্রী কেজি স্কুল থেকেই বের হয়। সে কারণে কেজির শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বই দেয়া উচিৎ।