গাংনীতে বিনামূলে ঢেউটিন ও কম্বল বিতরনের তালিকা প্রস্তুত ।

মাহাবুব- গাংনীতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিনামূল্যে ঢেউটিন ও শীতবসত্র কম্বল বিতরনের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। পিআইও অফিস সূ...

মাহাবুব- গাংনীতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিনামূল্যে ঢেউটিন ও শীতবসত্র কম্বল বিতরনের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে।
পিআইও অফিস সূত্রে জানা গেছে ।
১টি পৌর ও ৯টি ইউনিয়নের শীতার্ত মানুষের জন্য মাত্র ৪০৯টি নিম্নমানের কম্বল এবং দূর্যোগে ঘর বাড়ী ক্ষতিগ্রসত্মদের জন্য ৬০০বান্ডিল ঢেউটিন বরাদ্দ পাওয়া গেছে ।এসব ঢেউটিন গরীব দুস্থদের মাঝে বিতরন করা হবে।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item