বিশিষ্ট শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টনের গাংনী প্রেস ক্লাব পরিদর্শন।

তাহেরুল ইসলাম তপনঃ- বিশিষ্ট শিল্পপতি ও মেহেরপুর জেলা বিএনপির সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী...

তাহেরুল ইসলাম তপনঃ- বিশিষ্ট শিল্পপতি মেহেরপুর জেলা বিএনপির সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় করেন তিনি এলাকার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুরাদ আলী, শাজাহান সেলিম, আহসান হাবিব বাবু, গিয়াস উদ্দীন, নুরুজ্জমান হকা প্রমুখ

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item