গাংনীর বামন্দি এএসবি ইট ভাটায় দাবী কৃত ৫০হাজার টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের তন্ডব।

এম এ লিংকন ঘটনা স্থল থেকে ফিরে এসেঃ- এএসবির ইট ভাটার মালিক জাহাঙ্গীর জানান , চরমপন্থি সংগঠন জনযুদ্ধের শাহিন ও রাজুর পরিচয় দিয়ে বেশ কিছুদি...

এম এ লিংকন ঘটনা স্থল থেকে ফিরে এসেঃ- এএসবির ইট ভাটার মালিক জাহাঙ্গীর জানান, চরমপন্থি সংগঠন জনযুদ্ধের শাহিন ও রাজুর পরিচয় দিয়ে বেশ কিছুদিন যাবৎ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিলতাদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার রাতে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল মধ্যে রাতে এসে কাউকে না পেয়ে ইট ভাচায় হামলা চালিয়ে বিদ্যুৎ বোর্ড ও বাল্প ভাংচুর সহ ব্যপক ক্ষতি করে চলে যায়

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item