গাংনীর বামন্দি এএসবি ইট ভাটায় দাবী কৃত ৫০হাজার টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের তন্ডব।

এম এ লিংকন ঘটনা স্থল থেকে ফিরে এসেঃ- এএসবির ইট ভাটার মালিক জাহাঙ্গীর জানান , চরমপন্থি সংগঠন জনযুদ্ধের শাহিন ও রাজুর পরিচয় দিয়ে বেশ কিছুদি...

এম এ লিংকন ঘটনা স্থল থেকে ফিরে এসেঃ- এএসবির ইট ভাটার মালিক জাহাঙ্গীর জানান, চরমপন্থি সংগঠন জনযুদ্ধের শাহিন ও রাজুর পরিচয় দিয়ে বেশ কিছুদিন যাবৎ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিলতাদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার রাতে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল মধ্যে রাতে এসে কাউকে না পেয়ে ইট ভাচায় হামলা চালিয়ে বিদ্যুৎ বোর্ড ও বাল্প ভাংচুর সহ ব্যপক ক্ষতি করে চলে যায়

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in weekRecentComments

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item