গাংনীতে এসএসসি/৭৯ ব্যাচের পূর্ণমিলনী উপলক্ষে বনভোজন। বন্ধু কল্যাণ পরিষদ গঠন।

এম এ লিংকন - গাংনীতে এসএসসি/৭৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে শুক্রবার চিৎলা ফার্মে উৎসব মুখর পরিবেশে বনভ...

এম এ লিংকন- গাংনীতে এসএসসি/৭৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছেএ উপলক্ষে শুক্রবার চিৎলা ফার্মে উৎসব মুখর পরিবেশে বনভোজনের আনন্দে পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়৫৫ জন বন্ধু-বান্ধবী সারাদিন হাসি গানে মেতে উঠে, স্মৃতির পাতা উল্টিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়প্রতি ৩ বছর পর পর এমনি আনন্দ সাগরে অবগাহন করার সিদ্ধানত্ম গৃহীত হয়

সব শেষে জীবন যুদ্ধে পিছিয়ে পড়া বন্ধুদের কথা ভেবে বন্ধু কল্যাণ পরিষদ গঠনের মাধ্যমে একটি তহবিল গঠন করা হয়্‌ পরিষদে আলহাজ্ব আলফাজ উদ্দীনকে সভাপতি ও নজরুল ইসলাম তারাকে সেক্রেটারী মনোনীত করে কমিটি গঠন করা হয়প্রসত্মাবিত তহবিলে তাৎক্ষনিক ভাবে ১ লাখ ৮৩ হাজার টাকা অনুদানের ঘোষনা দেয়া হয়জানা গেছে, উক্ত অর্থ গরীব, অসহায় বন্ধুদের আর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item