গাংনীতে এসএসসি/৭৯ ব্যাচের পূর্ণমিলনী উপলক্ষে বনভোজন। বন্ধু কল্যাণ পরিষদ গঠন।
এম এ লিংকন - গাংনীতে এসএসসি/৭৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে শুক্রবার চিৎলা ফার্মে উৎসব মুখর পরিবেশে বনভ...
এম এ লিংকন- গাংনীতে এসএসসি/৭৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার চিৎলা ফার্মে উৎসব মুখর পরিবেশে বনভোজনের আনন্দে পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫৫ জন বন্ধু-বান্ধবী সারাদিন হাসি গানে মেতে উঠে, স্মৃতির পাতা উল্টিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। প্রতি ৩ বছর পর পর এমনি আনন্দ সাগরে অবগাহন করার সিদ্ধানত্ম গৃহীত হয়।
সব শেষে জীবন যুদ্ধে পিছিয়ে পড়া বন্ধুদের কথা ভেবে বন্ধু কল্যাণ পরিষদ গঠনের মাধ্যমে একটি তহবিল গঠন করা হয়্ পরিষদে আলহাজ্ব আলফাজ উদ্দীনকে সভাপতি ও নজরুল ইসলাম তারাকে সেক্রেটারী মনোনীত করে কমিটি গঠন করা হয়। প্রসত্মাবিত তহবিলে তাৎক্ষনিক ভাবে ১ লাখ ৮৩ হাজার টাকা অনুদানের ঘোষনা দেয়া হয়। জানা গেছে, উক্ত অর্থ গরীব, অসহায় বন্ধুদের আর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে।