গাংনীতে ইটভাটা শ্রমিক হত্যার আসামি গ্রেফতার ॥ নেপথ্য উন্মেচনের পথে।

গাংনী নিউজ মনিটরঃ- গাংনীর পল­ল্লী বালিয়াঘাট গ্রামের ইটভাটা শ্রমিক আদম আলীকে জবাই করে হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি একই গ্রামের সামসুদ্দীনের ...


গাংনী নিউজ মনিটরঃ- গাংনীর পল­ল্লী বালিয়াঘাট গ্রামের ইটভাটা শ্রমিক আদম আলীকে জবাই করে হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি একই গ্রামের সামসুদ্দীনের ছেলে হারু মিয়া (৪২) কে গ্রেফতার করেছে পুলিশরোববার রাতে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশপুলিশ সুত্রে জানা যায়, গাংনী থানার ওসি ছগির মিঞা ও মামলা তদনত্মকারী কর্মকর্তা শফি উদ্দীন মোল­া সহ পুলিশের একটি দল হত্যাকারীদের ধরতে ব্যাপক অভিযান চালায়ি যাচ্ছেরোববার রাতে বালিয়াঘাট গ্রামের সামসুদ্দীনের ছেলে হারু মিয়া (৪৫) কে আটক করে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে হত্যাকান্ডের বিষয়ে অঙ্গতিপূর্ণ তথ্য পাওয়া গেছেওসি সগির মিঞা জানান, ঘটনার দিন রাতে আখ বাইনে হারু মিয়া আদম আলীকে ডেকে নিে যায়জেদ্দা ইটভাটা সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইট ভাটায় আদম আলী চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ রয়েছেচাঁদার টাকা ভাগাভাগি নিয়ে আদম আলীর সাথে কিছুদিন আগে থেকে তার দলের লোকের বিরোধ চলে আসছিলএরই জের ধরে গত শনিবার দিবাগত রাতে আদম আলীকে তার কয়েকজন সহযোগী জবাই করে নৃশংভাবে হত্যা করেছে বলে প্রতীয়মান হচ্ছেহত্যাকান্ডের বিষয়ে হারু মিয়াকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছেরিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যার নেপথ্য সম্পর্কে বিসত্মারিত জানা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেননিহতের পারিবারিক সুত্রে জানা যায়, জেদ্দা ইটভাটায় আদম আলী শ্রমিক হিসেবে কাজ করতসন্ত্রাসীরা চাঁদা দাবি করলে সে তাতে বাধা দেয় বলেই তাকে হত্যা করা হয়েছেসে কোন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল নাসন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের পরিবারে উপর হুমকি আসছেচরম আতংকের মধ্যে রাত্রি যাপন করছে নিহতের পরিবারের লোকজনউলে­খ্য গত শুক্রবার দিবাগত রাতে এ উপজেলার বালিয়াঘাট গ্রামের মৃত ফকির মহাম্মদের ছেলে আদম আলী (৪০) কে হাড়াভাঙ্গা ব্রজপুর মাঠের মধ্যে জবাই করে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরাআদম আলী জেদ্দা ইটভাটায় রাত পাহারার কাজ করতঘটনার দিন রাতে সে একই গ্রামের হারু মিয়ার আখ বাইন পাহারা দিতে যায়পরদিন দুপুরে হাড়াভাঙ্গা ব্রজপুর মাঠের মধ্য থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

*************************************************************************************


Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item