গাংনীতে ইটভাটা শ্রমিক হত্যার আসামি গ্রেফতার ॥ নেপথ্য উন্মেচনের পথে।
গাংনী নিউজ মনিটরঃ- গাংনীর পলল্লী বালিয়াঘাট গ্রামের ইটভাটা শ্রমিক আদম আলীকে জবাই করে হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি একই গ্রামের সামসুদ্দীনের ...
https://gangninews.blogspot.com/2010/01/blog-post_7365.html
গাংনী নিউজ মনিটরঃ- গাংনীর পলল্লী বালিয়াঘাট গ্রামের ইটভাটা শ্রমিক আদম আলীকে জবাই করে হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি একই গ্রামের সামসুদ্দীনের ছেলে হারু মিয়া (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গাংনী থানার ওসি ছগির মিঞা ও মামলা তদনত্মকারী কর্মকর্তা শফি উদ্দীন মোলা সহ পুলিশের একটি দল হত্যাকারীদের ধরতে ব্যাপক অভিযান চালায়ি যাচ্ছে। রোববার রাতে বালিয়াঘাট গ্রামের সামসুদ্দীনের ছেলে হারু মিয়া (৪৫) কে আটক করে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে হত্যাকান্ডের বিষয়ে অঙ্গতিপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওসি সগির মিঞা জানান, ঘটনার দিন রাতে আখ বাইনে হারু মিয়া আদম আলীকে ডেকে নিে যায়। জেদ্দা ইটভাটা সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইট ভাটায় আদম আলী চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে আদম আলীর সাথে কিছুদিন আগে থেকে তার দলের লোকের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার দিবাগত রাতে আদম আলীকে তার কয়েকজন সহযোগী জবাই করে নৃশংভাবে হত্যা করেছে বলে প্রতীয়মান হচ্ছে। হত্যাকান্ডের বিষয়ে হারু মিয়াকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যার নেপথ্য সম্পর্কে বিসত্মারিত জানা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, জেদ্দা ইটভাটায় আদম আলী শ্রমিক হিসেবে কাজ করত। সন্ত্রাসীরা চাঁদা দাবি করলে সে তাতে বাধা দেয় বলেই তাকে হত্যা করা হয়েছে। সে কোন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল না। সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের পরিবারে উপর হুমকি আসছে। চরম আতংকের মধ্যে রাত্রি যাপন করছে নিহতের পরিবারের লোকজন। উলেখ্য গত শুক্রবার দিবাগত রাতে এ উপজেলার বালিয়াঘাট গ্রামের মৃত ফকির মহাম্মদের ছেলে আদম আলী (৪০) কে হাড়াভাঙ্গা ব্রজপুর মাঠের মধ্যে জবাই করে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। আদম আলী জেদ্দা ইটভাটায় রাত পাহারার কাজ করত। ঘটনার দিন রাতে সে একই গ্রামের হারু মিয়ার আখ বাইন পাহারা দিতে যায়। পরদিন দুপুরে হাড়াভাঙ্গা ব্রজপুর মাঠের মধ্য থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
*************************************************************************************