গাংনীতে খুচরা সার ডিলার নিয়োগে জটিলতা কাটেনি। ডিলার নিয়োগে দলীয় করনের অভিযোগ। প্রকৃত সার ব্যাবসায়ীদের ক্ষোভ।
এম এ লিংকনঃ গাংনীতে খুচরা সার ডিলার নিয়োগে জটিলতা আজ ও কাটেনি । ডিলার নিয়োগে দলীয় করনের অভিযোগ করে বলা হয়েছে এ কারনে প্রকৃত সার ব্যবসায়ীরা...
এম এ লিংকনঃ গাংনীতে খুচরা সার ডিলার নিয়োগে জটিলতা আজ ও কাটেনি । ডিলার নিয়োগে দলীয় করনের অভিযোগ করে বলা হয়েছে এ কারনে প্রকৃত সার ব্যবসায়ীরা বাদ পড়েছে। আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সৃষ্ট বিরোধে । অভিযোগ,সরেজমিন, এবং কৃষি অফিসের তালিকানুযায়ী জানা গেছে দলীয় করনের কারনে প্রকৃত সার ব্যবসায়ীদের বাদ দিয়ে যেসব লোক কোন দিনও ব্যবসা করেনি বা করবেও না তাদেরকে অসৎ উপায় Aej¤^b করে নিয়োগ করা হয়েছে । সে কারনে প্রকৃত সার ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে । অনেক কৃষকও মনত্মব্য করে বলেছেন , অদক্ষ ,অযোগ্য নেতা কর্মীদের নিয়োগ দেয়ার কারনে ঠিকমত সার , কীটনাশক ও জ্বালানী তেল পাওয়া যাবেনা । অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য সার,তেল কালোবাজারে বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টি করবে । এমনিভাবে করমদি , বেতবাড়িয়া , ধর্মচাকী, ভোমরদহ , সাহারবাটি, চৌগাছা, তেরাইল, জোড়পুকুরিয়াসহ বেশিরভাগ গ্রামেই খুচরা সার ডিলার নিয়োগ নিয়ে অসনেত্মাষ বিরাজ করছে। সমপ্রতি খুচরা সার ডিলারদের সাথে সার ও বীজ মনিটরিং কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হলেও প্রকৃত অর্থে সার ব্যবসায়ীদের নিয়োগ দেয়া হয়নি । উল্লেখ্য, গাংনী উপজেলায় ১১ জন মুল ডিলার ও ৯০ জন খুচরা ডিলার নিয়োগ দেয়া হয়েছে । বিষয়টির সুষ্ঠু সমাধানে পুর্ন বিবেচনা করার দাবী জানিয়েছে ভুক্তভোগী মহল ।