গাংনীতে খুচরা সার ডিলার নিয়োগে জটিলতা কাটেনি। ডিলার নিয়োগে দলীয় করনের অভিযোগ। প্রকৃত সার ব্যাবসায়ীদের ক্ষোভ।

এম এ লিংকনঃ গাংনীতে খুচরা সার ডিলার নিয়োগে জটিলতা আজ ও কাটেনি । ডিলার নিয়োগে দলীয় করনের অভিযোগ করে বলা হয়েছে এ কারনে প্রকৃত সার ব্যবসায়ীরা...

এম এ লিংকনঃ গাংনীতে খুচরা সার ডিলার নিয়োগে জটিলতা আজ ও কাটেনি ডিলার নিয়োগে দলীয় করনের অভিযোগ করে বলা হয়েছে এ কারনে প্রকৃত সার ব্যবসায়ীরা বাদ পড়েছেআওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে সৃষ্ট বিরোধে অভিযোগ,সরেজমিন, এবং কৃষি অফিসের তালিকানুযায়ী জানা গেছে দলীয় করনের কারনে প্রকৃত সার ব্যবসায়ীদের বাদ দিয়ে যেসব লোক কোন দিনও ব্যবসা করেনি বা করবেও না তাদেরকে অসৎ উপায় Aej¤^b করে নিয়োগ করা হয়েছে সে কারনে প্রকৃত সার ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে অনেক কৃষকও মনত্মব্য করে বলেছেন , অদক্ষ ,অযোগ্য নেতা কর্মীদের নিয়োগ দেয়ার কারনে ঠিকমত সার , কীটনাশক ও জ্বালানী তেল পাওয়া যাবেনা অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য সার,তেল কালোবাজারে বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টি করবে এমনিভাবে করমদি , বেতবাড়িয়া , ধর্মচাকী, ভোমরদহ , সাহারবাটি, চৌগাছা, তেরাইল, জোড়পুকুরিয়াসহ বেশিরভাগ গ্রামেই খুচরা সার ডিলার নিয়োগ নিয়ে অসনেত্মাষ বিরাজ করছেসমপ্রতি খুচরা সার ডিলারদের সাথে সার ও বীজ মনিটরিং কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হলেও প্রকৃত অর্থে সার ব্যবসায়ীদের নিয়োগ দেয়া হয়নি উল্লেখ্য, গাংনী উপজেলায় ১১ জন মুল ডিলার ও ৯০ জন খুচরা ডিলার নিয়োগ দেয়া হয়েছে বিষয়টির সুষ্ঠু সমাধানে পুর্ন বিবেচনা করার দাবী জানিয়েছে ভুক্তভোগী মহল

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item